দ্য ওয়াল ব্যুরো: গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তথা দিল্লির রেস্তরাঁ ব্যবসায়ী সৌরভ ও গৌরব লুথরাকে (culpable homicide) আটক করা হল থাইল্যান্ডে। শনিবার গভীর রাতে আগুন লেগে যায় তাঁদের গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ ক্লাবে। মৃত্যু বয় ২৫ জনের। আধ পোড়া দেহ যখন উদ্ধারে ব্যস্ত পুলিশ ও উদ্ধাকারীরা, ঠিক সেই সময় দেশ ছেড়ে ভয়ে থাইল্যান্ড পালান এই দুই ভাই।
তাঁদের বিরুদ্ধে অবহেলা (negligence) ও অপরাধমূলক হত্যার দায় (culpable homicide not amounting to murder) মামলা চলবে বলে জানিয়েছে গোয়া পুলিশ।
#REL