দ্য ওয়াল ব্যুরো: গোয়ার আরপোরা গ্রামে 'বার্চ বাই রোমিও লেন' (Birch by Romeo Lane) নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যুর পাঁচ ঘণ্টার মধ্যেই ক্লাবটির মালিক, দিল্লি-ভিত্তিক ব্যবসায়ী সৌরভ লুথরা এবং তাঁর ভাই গৌরব লুথরা দেশ ছেড়ে পালিয়েছেন।
গোয়া পুলিশ রবিবার রাত ১২টা ৪ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর পায়। অর্থাৎ শনিবার রাতের ভিড়ে যখন ক্লাবটি ভর্তি ছিল, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে, ক্লাবটির মালিক লুথরা ভাইয়েরা খবর পেয়ে যান। এরপর তাঁরা রবিবার ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যেই দিল্লি থেকে থাইল্যান্ডের ফুকেটগামী একটি বিমানে চড়ে বসেন।
#REL