দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষার পর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি 'সন অফ সর্দার ২। তবে মুক্তির দিনেই ছবিটি পড়ল প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে। একইদিনে মুক্তি পেয়েছে 'সাইয়ারা' ও 'ধড়ক ২'। এর মধ্যে 'সাইয়ারা'-র বক্স অফিস ঝড়ে পিছিয়ে পড়েছে অন্য দুটি সিনেমা।