দ্য ওয়াল ব্যুরো: কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা (Kannad Actor) ও আর্ট ডিরেক্টর দিনেশ মাঙ্গালুরু (Dinesh Mangaluru) মারা গেলেন। দীর্ঘদিনের অসুস্থতার পর সোমবার তিনি ম্যাঙ্গালোরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। কেজিএফ (KGF) ছবির ডন চরিত্রে অনেকেই তাঁকে মনে রেখেছেন।
দীনেশ মাঙ্গালুরুর মৃত্যুর খবরে কন্নড় চলচ্চিত্র অঙ্গন শোকাহত। সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা বলছেন, দীনেশ ছিলেন এক নিবেদিতপ্রাণ শিল্পী, যিনি আর্ট ডিরেকশন ও অভিনয়ের জগতকে একসঙ্গে সমৃদ্ধ করেছিলেন।