দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে চলতি ভোটার তালিকার সংশোধন (SIR West Bengal) স্বচ্ছ ও নির্ভুল করতে আরও ৫ জন সিনিয়র আইএএস অফিসারকে (Senior IAS Officers) স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন (ECI)।
অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) এর আগেই স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁর সঙ্গেই জুড়ে দেওয়া হল আরও ৫ জন দুঁদে আইএএস কর্তাকে। রাজ্যের ৫টি ডিভিশনে এঁদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।
#REL