দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী সংস্কার (electoral reforms) নিয়ে বিতর্ক চলাকালীন কার্যত আগুন জ্বলে উঠল লোকসভায় (Loksabha debate)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Amit Shah vs Rahul Gandhi) মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডায় সরগরম হয়ে উঠল সংসদ ভবন (Parliament clash)।
রাহুলের (Rahul Gandhi) অভিযোগ, ভোটার তালিকায় অনিয়ম নিয়ে তিনি যে একাধিক সাংবাদিক সম্মেলন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলির বিষয়ে সরাসরি উত্তর দিচ্ছেন না। শাহ (Amit Shah)–র তৎক্ষণাৎ জবাব, “কোন প্রশ্নের উত্তরে আগে কী বলব, তা আপনি ঠিক করতে পারেন না।”
#REL