দ্য ওয়াল ব্যুরো: শনিবারের বারবেলায় লিওনেল মেসির (Lional Messi)) সামনে মুখ পুড়ল কলকাতার। ছাব্বিশে ফের বিশ্বকাপ (World Cup 2026) ফুটবলের আসর বসবে। তার আগে স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাওয়ার কথা ছিল মেসির এই কলকাতা সফর (Messi in Kolkata)। তা থাকল বইকি, কিন্তু একেবারেই কলঙ্কিত হয়ে থেকে গেল এদিনের অধ্যায়। বড় কথা হল, স্বপ্নের নায়ককে দেখতে এদিন বাবা-মায়ের সঙ্গে মাঠে হাজির ছিল কয়েক হাজার শিশু তথা স্কুল পড়ুয়া। তাদের সারা জীবনের স্মৃতিতে থেকে গেল এই ‘গ্রেটেস্ট অফ অল ক্যাওস’!
এখন প্রশ্ন হল, এর দায় কার?