দ্য ওয়াল ব্যুরো: চুপিচুপি নয়, একেবারে প্রকাশ্যেই সুখবর দিলেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পডকাস্টে খোলামেলা আড্ডার মাঝে দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস (Gabriella Demetriades)-এর সঙ্গে নিজের এনগেজমেন্টের কথা জানিয়ে চমকে দিলেন তিনি।
শনিবার পডকাস্টের ট্রেলার প্রকাশ করেন রিয়া। ক্যাপশনে লেখেন, “কংগ্র্যাজুলেশনস টু দ্য কুলেস্ট কাপল ইন টাউন।” ট্রেলার দেখেই জানা যায়, দক্ষিণ আফ্রিকার মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেতা।
#REL