দ্য ওয়াল ব্যুরো: এক অর্থ তছরুপ মামলায় (Fraud) প্রাক্তন তৃণমূল সাংসদ (Ex TMC MP) কেডি সিংহের (KD Singh) ছেলে করণদীপ সিংহের সংস্থা সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেডের ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।