দ্য ওয়াল ব্যুরো: শুধু বড়পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের গল্প সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। টলিউডের স্টার সিবলিংস—প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়। ছোটবেলায় একবার তাঁদের এমন এক কাণ্ডে জড়িয়ে পড়তে হয়েছিল, যা আজ আবার ভাইরাল পুরোনো সাক্ষাৎকার থেকে!
জি বাংলার একটি জনপ্রিয় টক শো-তে (হোস্ট: শাশ্বত চট্টোপাধ্যায়) এসেছিলেন পল্লবী। সেখানেই শাশ্বতের এক প্রশ্ন—“তুমি নাকি একবার ভিক্ষা করে টাকা শোধ করেছিলে?”—উত্তরে পুরোনো দিনের এক অদ্ভুত মজার স্মৃতি তুলে ধরেন তিনি।