দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দায় এক নারীর উত্থান নিয়ে আসছে শুভ্রজিৎ মিত্রের নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর তাঁর গুরু ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির প্রচারে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায়। সেখানেই বঙ্কিমচন্দ্রের জন্মভিটে। আজ ২৬ জুন, ১৮৭তম জন্মবার্ষিকীতে নৈহাটির কাঁঠালপাড়ায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল ঊনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সকাল সকাল সেখানেই পৌঁছিয়ে গেছিল দ্য ওয়াল।