দ্য ওয়াল ব্যুরো: দুই বাংলার মধ্যে যতই দূরত্ব থাকুক, শিল্প-সংস্কৃতি বারবার মিলিয়ে দেয় দুই বাংলার শিল্পীদের হৃদয়। তেমনই এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান—বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে অকপট প্রশংসার বন্যায় ভাসালেন তাঁরা। তা শুনে আপ্লুত চঞ্চল, চোখে জল তাঁরও।
সম্প্রতি বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন চঞ্চল চৌধুরী। স্ক্রিনের ওপারে ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী জয়া আহসান। কথা উঠল চঞ্চলের অভিনয়যাত্রা ও সাফল্যের গল্প নিয়ে। বললেন জয়া-প্রসেনজিৎ দু'জনেই।