দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর পড়লেই বেড়ানোর পরিকল্পনা। কারও পাহাড়, কারও আবার সমুদ্র। কিন্তু বছরশেষের সেই আনন্দের মরশুমেই ধাক্কা দিল রেল (Several South Eastern Railway trains cancelled)।
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে (Kharagpur and Adra divisions) একাধিক ট্রেন বাতিলের জেরে ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। শুধু দূরপাল্লার যাত্রী নয়, বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরাও।