দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati chaos) লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়াকে কেন্দ্র করে গত শনিবার তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়ল। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন ওই কমিটি মঙ্গলবার রাজ্যের কাছে রিপোর্ট জমা দিয়েছে।
কমিটির সুপারিশ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে (Initial report orders probe into police role)।
#REL