দ্য ওয়াল ব্যুরো: শুধু দিল্লির বায়ুদূষণ (Delhi Air Pollution) নিয়ে চিন্তা করলেই চলবে না। কলকাতার (Kolkata) বাতাসের স্বাস্থ্যও খুব একটা স্বস্তির নয়। মাঝেমধ্যেই একিউআই (AQI) ২০০ ছাড়িয়ে যাচ্ছে। তার প্রভাব যেমন পড়ছে ফুসফুসে, তেমনই নিঃশব্দে ক্ষতি হচ্ছে ত্বকের (Skin)ও। মাস্ক পরে নাক-মুখ ঢাকলেও ত্বক তো খোলা থাকছেই। তার উপর শীতের সময়ে আর্দ্রতা (Humidity) কম, সঙ্গে মারাত্মক দূষণ-এই জোড়া চাপেই সবচেয়ে বেশি বিপাকে পড়ছে স্কিন। এই পরিস্থিতিতে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?
বায়ুদূষণ কী ভাবে ত্বকের ক্ষতি করছে?
১) কোলাজেন ভাঙছে, ত্বক দুর্বল হচ্ছে