দ্য ওয়াল ব্যুরো: স্টেডিয়ামের চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ, স্লোগান—সব পেছনে ফেলে একেবারে অন্য মেজাজে লিওনেল মেসি (Lionel Messi)। ভারতের ‘গোট ট্যুর’-এর শেষে সূচি বদলে গুজরাতের জামনগরে পৌঁছে গিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। গন্তব্য—আম্বানিদের বন্যপ্রাণ উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বনতারা (Vantara)। আজ সেখানে যে দৃশ্য ধরা পড়ল, তা মেসির ভারত সফরের সবচেয়ে ‘দেশি’ অধ্যায় বললেও কম বলা হয়।
প্রণাম, পূজা আর আর্শীবাদে শুরু সফর