দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর এমনিতেই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু বনতারায় (Vantara) গিয়ে অনন্ত আম্বানির (Anant Ambani) কাছ থেকে যে উপহার পেলেন বিশ্বফুটবলের মহাতারকা, তা এই সফরকে নিয়ে গেল অন্য মাত্রায়। একেবারে বিরল, প্রায় কিংবদন্তি স্তরের একটি ঘড়ি-রিচার্ড মিল RM 003-V2 GMT টুরবিয়োঁ ‘এশিয়া এডিশন’। বাজারদর প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা। ঘড়ির দুনিয়ায় এই উপহার এখন রীতিমতো শোরগোল।
অনন্ত আম্বানির উপহার: বিশ্বের ১২টির 'একটা' মেসির হাতে