দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষার ধরন আজ বদলে যাচ্ছে। এক সময় সাফল্য নিশ্চিত বলা হলেও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) নতুন গবেষণা বলছে, বর্তমানে সব কলেজ ডিগ্রিই (College Degree) আর দীর্ঘমেয়াদি আর্থিক সাফল্য এনে দিতে পারছে না।
হার্ভার্ডের শ্রম অর্থনীতিবিদ ডেভিড জে ডেমিং ও গবেষক কাদিম নোরের ২০২০ সালের এক সমীক্ষা অনুযায়ী, ব্যবসা প্রশাসন (Business), ইঞ্জিনিয়ারিং (Engineering) বা কম্পিউটার সায়েন্সের (Computer Science) মতো তথাকথিত ডিগ্রিগুলির বাজারমূল্য দ্রুত কমছে। প্রযুক্তির দাপটে এই ক্ষেত্রগুলিতে ক্রমাগত দক্ষতা বাড়ানো ছাড়া টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।