দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিধানসভায় (Bidhansabha) বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ফের একবার অসন্তোষ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় (Biman Banerjee)। তাঁর অভিযোগ, অনেক সদস্য বিধানসভায় এলেও কক্ষে না ঢুকে বাইরে সময় কাটান, কেউ কেউ আবার সরকারি মুখ্য সচেতকের ঘরে গিয়ে বসে থাকেন। তাঁরা অধিবেশনে যোগ না দিলে শেষমেশ তাঁদের ‘ধরে ধরে’ আনতে হয়। "এভাবে চলতে পারে না," স্পষ্ট সতর্কবার্তা অধ্যক্ষের।