দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (Bidhansabha) কার্যত নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।" মূলত জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বিধানসভার অন্দরে। এরপর বাইরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা ক্ষোভ উগরে দেন শুভেন্দু।