দ্য ওয়াল ব্যুরো: ট্যাংরার নৃশংস ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই এবার কসবা থমকে গেল এক রহস্যমৃত্যুর ঘটনায়। মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ কলকাতার রাজডাঙার একটি আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি হয়তো আত্মহত্যার ঘটনা, যদিও শরীরে ক্ষতচিহ্ন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।