দ্য ওয়াল ব্যুরো: প্রেমিক আর তাঁর ভাইয়ের সঙ্গে মিলে ২৩ বছরের ছেলেকে হাতুড়ি মেরে খুন করলেন মহিলা। তারপর সেই খুনকে সাজানো হল ‘রোড অ্যাক্সিডেন্ট’-এর মতো করে, যাতে কেউ সন্দেহ না করে। কারণ, ছেলেটি তাঁর মায়ের সম্পর্কের বিরোধিতা করেছিলেন এবং সেই সঙ্গে লোভ ছিল মোটা বীমার টাকারও। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাতে।
গত ২৬ অক্টোবর রাতে গাড়ির মধ্যে খুন করা হয় ২৩ বছরের প্রদীপ শর্মাকে। তাঁর মা অর্থাৎ ঘটনায় অভিযুক্ত মহিলার নাম প্রকাশ করা হয়নি। তাঁর প্রেমিক ময়াঙ্ক ওরফে ঈশু কাটিয়া এবং ময়াঙ্কের ভাই ঋষি কাটিয়ার,এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
#REL