দ্য ওয়াল ব্যুরো: পালামৌ জেলার মানাতু এলাকায় পুলিশের সঙ্গে মাওবাদী গোষ্ঠীর সংঘর্ষ। শহিদ হলেন দুই জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার গভীর রাতে কেদাল গ্রামে গুলির লড়াই শুরু হয়। তাতেই প্রাণ হারান ওই দুজন।
ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) ও মুখপাত্র মাইকেলরাজ এস জানিয়েছেন, বুধবার গভীর রাতে মানাতু এলাকায় টিএসপিসি কমান্ডার শশীকান্ত গঞ্জুর বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা।
#REL