দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই জননেতা। বয়স হয়েছিল ৮১।
দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবু সোরেন। জুনের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাধীন ছিলেন দিল্লির ওই হাসপাতালে। মাসখানেক আগে স্ট্রোক হওয়ার পর তাঁর অবস্থার দ্রুত অবনতি হয়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে মৃত্যু হয়।
#REL