দিশা দাস
কলকাতা: স্ক্রিনে চোখ রাখা প্রজন্ম, ঘুমহীন রাত, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। এই সব মিলিয়ে ২৫-এর আগেই ত্বকে পড়ছে বয়সের ছাপ। অকাল বার্ধক্য (premature ageing) কি তাহলে বাস্তব আতঙ্ক? না কি বিজ্ঞাপনের তৈরি এক সামাজিক ভীতি?
ত্বক বিশেষজ্ঞ (dermatologist) ডাঃ শ্রাবণী ঘোষ জোহা (Dr. Sraboni Ghosh Zoha) জানাচ্ছেন, “বয়স বাড়লে ত্বকে কিছু প্রাকৃতিক পরিবর্তন আসবেই। কিন্তু বর্তমান প্রজন্মের জীবনযাত্রায় সেই পরিবর্তনগুলো অনেক আগে থেকেই দেখা দিচ্ছে।”
#REL