দ্য ওয়াল ব্যুরো: সলমন খান মানেই যা মনে তাই মুখে! এবার এই স্বভাবের জন্যই নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মঞ্চে নিজের ভাই সোহেল খান ও প্রাক্তন বৌদি সীমা সাজদেহ-কে নিয়েই রসিকতা করে ফেললেন সলমন।
কপিল শর্মার সঙ্গে আড্ডায় সলমন জানান, বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাড়ির দরজা সব সময় খোলা বন্ধুদের জন্য। একবার ফোটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর কিছু দিনের জন্য থাকার কথা বলে সেখানে এসে ছিলেন—কিন্তু সেই 'কিছু দিন' টেনে চলে যায় কয়েক বছরে!
#REL