দ্য ওয়াল ব্যুরো: ‘সিকান্দর’ ছবির পর থেকেই নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন সলমন খান। ওজন বেড়েছে, আগের মতো টোনড নেই—এমন নানা মন্তব্য ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে বলিউডের ‘ভাইজান’ এবার সেই সমস্ত কটাক্ষকে চুপ করিয়ে দিলেন এক ঝলকে।
বুধবার সকালেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন সলমন খান। যেখানে তাঁকে দেখা যাচ্ছে জিমে ঘাম ঝরাতে, একেবারে শার্টলেস, কাঁধ-মাংসপেশিতে ফুটে উঠেছে তারকার দৃঢ় পরিশ্রমের ছাপ। ছবির ক্যাপশনে সলমন লেখেন— "আয়নায় যে মানুষটাকে দেখো, তার যত্ন নাও… শেষমেশ সেই মানুষটাই তোমার কাজে লাগবে।"
#REL