দ্য ওয়াল ব্যুরো: নেতাজিনগরে (Netaji Nagar PS) আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বুধবার গভীর রাতে। শুধু হুমকি দিয়েই থামেনি দুষ্কৃতীরা, পরে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের উপরেই চড়াও হয় তারা। ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। অভিযুক্ত জয়ন্ত ঘোষ-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগরের ৪ নম্বর কলোনির বাসিন্দা এবং পেশায় আইনজীবী দীপায়ন ঘোষকে প্রথমে ফোনে হুমকি দেয় জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি। এরপর দীপায়নের বাড়ির সামনে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দিতে শুরু করে সে এবং তার কয়েকজন সঙ্গী।
#REL