দ্য ওয়াল ব্যুরো: ডিজিটালের দুনিয়ায় কোনটা আসল এবং কোনটা নকল, তা বোঝাই এখন দায় হয়ে গেছে। আর এই বিষয়টির জলজ্যান্ত প্রমাণ পেলেন কর্নাটকের (Karnataka) একাধিক শহরের বাসিন্দাদের একাংশ। কমপক্ষে ২০০ জন প্রতারিত হয়েছেন এবং সম্মিলিতভাবে তাদের খোয়া গেছে মোট ২ কোটি টাকা! প্রতারকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এআই দিয়ে তৈরি ভিডিও (AI Generated Video) বানিয়ে ফাঁদে ফেলেছিলেন তাদের।