দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষা (WB Police Constable Exam) ছিল রবিবার। হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে একজন ছিলেন রিচা কুমারী ঝাঁ (Richa Kumar Jha)। নৈহাটির বাসিন্দা এই তরুণীর অভিযোগ, একটি ভুলের কারণে তাঁকে পরিক্ষায় বসতে দেওয়া হয়নি।
তরুণীর দাবি, অ্যাডমিট কার্ডে লিঙ্গের জায়গায় ‘Female’-এর বদলে ভুলবশত ‘Male’ লেখা থাকায় তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি (Admit Card Error)। ফলে সুযোগ থাকা সত্ত্বেও তিনি পরীক্ষা হলে বসতে পারেননি।