দ্য ওয়াল ব্যুরো: মৃত মেয়ে সানার (Xana Martinez) স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন পিএসজি (PSG) কোচ লুই এনরিকে (Luis Enrique)। মিউনিখের (Munich) মাটিতে সেই অধরা স্বপ্ন সাকার হল। ইন্টার মিলানকে (Inter Milan) শুধু হারিয়ে নয়, পাঁচ গোলে চূর্ণ করে একপেশে ফাইনাল জিতল প্যারিস। ঘরে ঢুকল চ্যাম্পিয়নস লিগ (Champions League)৷ তাও প্রথমবারের জন্য। দ্বিতীয় কোনও ফরাসি দল হিসেবে এই খেতাব দখলের কৃতিত্বও অর্জন করল তারা। পাশাপাশি এর চেয়ে বড় ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগে কোনও টিম জেতেনি। গতকালের রাত পারফরম্যান্স, রেকর্ড—সবদিক দিয়ে স্মরণীয় করে রাখল পিএসজি।