দ্য ওয়াল ব্যুরো: মীরাটের (Meerut) ভূনি টোল প্লাজায় (Toll Plaza) এক সেনা জওয়ানকে (Indian Army Soldier) মারধরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সামান্য বচসা থেকে তাঁকে বেধড়ক মারধর করেছে টোল প্লাজার কর্মীরা। এই ঘটনাতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)।
সেনা জওয়ানকে মারধরের ঘটনায় টোল প্লাজার দায়িত্বরত সংস্থাকে ২০ লক্ষ টাকা জরিমানা (Fine) করা হয়েছে। একই সঙ্গে সংস্থার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ভবিষ্যতে টোল সংগ্রহের দরপত্রে অংশ নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
#REL