দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)—টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন, তাও ইংল্যান্ড সফরের আগে, তাতে দল বাছাইয়ে দুজনের বিকল্প খুঁজতে নির্বাচকদের বেগ পেতে হবে। এমনটাই মনে করেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল (Sandeep Patil)।
যদিও এর পাশাপাশি আগামী দিনে এগিয়ে যেতে হলে এই ভাঙাগড়া জরুরি ছিল বলেই মনে করেন সন্দীপ। চারিদিকে বিরাট, রোহিতের আকস্মিক অবসর নিয়ে চর্চা, বিতর্ক শুরু হলেও তাঁর বিশ্বাস, টিম ইন্ডিয়ার ‘পুনর্গঠন’ এর ফলে অনেক সহজে করা সম্ভব।
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জিতে টি-২০ (T-20 Cricket) থেকে অবসর নিয়েছিলেন দুজন। এবার পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma & Virat Kohli)। পড়ে রইল ওয়ান ডে (One Day Cricket)। যাবতীয় প্রশ্ন আর বিতর্কের মধ্যে এবার জমতে শুরু করেছে সংশয়—তাহলে কি আগামী বিশ্বকাপের (World Cup 2027) আগে একদিনের ক্রিকেটকেও আলবিদা জানাবে এই জুটি?
দ্য ওয়াল ব্যুরো: দু’বছর আগের কথা। ঠা ঠা রোদে খেলা চলছে। ভারত ফিল্ডিং করছে। কিন্তু কোথাও জোশের কিছুটা কমতি ছিল। তরুণ ক্রিকেটারদের উৎসাহে ভাটা পড়েছিল। যা দেখামাত্র তেলেবেগুনে জ্বলে ওঠেন রোহিত শর্মা (Rohit Sharma)। স্লিপ থেকে ভেসে আসে সতর্কবার্তা: ‘এখানে কি তোরা সবাই বাগান বেড়াতে এসেছিস? এরপর যেন কাউকে এভাবে গা ছাড়া না দেখি!’