দ্য ওয়াল ব্যুরো: বাবা-মায়ের আত্মার শান্তি কামনায় এখন থেকে সশরীরে গয়ায় (Gaya) যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনে পিণ্ডদানের (online pind daan gaya) ব্যবস্থা চালু হয়েছে সেখানে।
আর এতেই চটেছে এই ধর্মীয় শহরের হিন্দু সম্প্রদায়ের একাংশ। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সাধুসন্তদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)।