দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক শান্তনু সেনের (Santanu Sen) রেজিস্ট্রেশন দু'বছরের জন্য বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আর এবার সেই বিতর্কে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
তাঁর অভিযোগ, “আরজি কর কাণ্ডে (R G Kar Case)তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করেছিলেন শান্তনু সেন। তার খেসারত দিচ্ছেন তিনি। তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা করলে শাস্তি অবধারিত— সেটাই প্রমাণ হল।”
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য চাইলেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। কিন্তু সেটা না করে ভোটের কথা মাথায় রেখে চাকরিহারাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মিথ্যে আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, "মুখ্যমন্ত্রীই এই সমস্যার স্রষ্টা, তাঁরই ক্ষমতা আছে এই সমস্যা সমাধান করার। কিন্তু তিনি ভোটের বাজারে যোগ্য-অযোগ্য সবাইকে ললিপপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন!"
দ্য ওয়াল ব্যুরো: ভোটার কার্ড (Voter Card,) ইস্যুতে এবার বড় অভিযোগ আনলেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
অধীরের কথায়, "রাজ্যে বাংলাদেশি ভোটার ছেয়ে গিয়েছে। এটাই বাংলার নিউ নরমাল। কারণ, পয়সা দিলে বাংলাতে বাঘের দুধও পাওয়া যায়, আর ভোট কার্ড জোগাড় করা কী আর এমন বড় ব্যাপার।"