দ্য ওয়াল ব্যুরো: রাজ্য চাইলেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। কিন্তু সেটা না করে ভোটের কথা মাথায় রেখে চাকরিহারাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মিথ্যে আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, "মুখ্যমন্ত্রীই এই সমস্যার স্রষ্টা, তাঁরই ক্ষমতা আছে এই সমস্যা সমাধান করার। কিন্তু তিনি ভোটের বাজারে যোগ্য-অযোগ্য সবাইকে ললিপপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন!"
#REL