দ্য ওয়াল ব্যুরো: SIR নিয়ে প্রচারের কৌশল বদলাতে রাজ্য বিজেপির নেতাদের (State BJP Leaders) পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেছেন, এসআইআর নিয়ে প্রচারে, এমনকী ঘরোয়া আলোচনাতেও ভোটারের জাত, ধর্মের প্রসঙ্গ টানবেন না। ভোটার তালিকাকে (Voter List) পরিচ্ছন্ন করার বিষয়টি শুধু উল্লেখ করুন। ভারতীয় নাগরিক ছাড়া তালিকায় কারও নাম থাকতে পারে না, এই বিষয়টির উপরেই প্রচারে জোর দিতে বঙ্গ বিজেপি নেতাদের বুধবারের বৈঠকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।