দ্য ওয়াল ব্যুরো: বুধবার সফল উৎক্ষেপণ হয়েছে Axiom-4 Mission-এর। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। তাঁর সঙ্গে আরও যারা এই মিশনে গেছেন তাঁরা তো শুভাংশুর প্রশংসা করেইছেন। একই সঙ্গে তাঁকে প্রশংসায় ভরালেন এই মিশনের ব্যাকআপ পাইলট প্রশান্ত নায়ার (Prashanth Nair)। তাঁর কথায়, শুভাংশুর মতো আত্মবিশ্বাসী মানুষ তিনি খুব কম দেখেছেন।