দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্ধ্রপ্রদেশের (AndhraPradesh) পালাকোল্লুর এক সাধারণ মেয়ের সামনে এখন অসাধারণ গন্তব্য — মহাকাশ। দাঙ্গেতি জাহ্নবী (Dangeti Jahnavi), বয়স মাত্র ২০, কিন্তু কৃতিত্ব অনেক বেশি। নাসার (NASA) 'ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম' সফলভাবে শেষ করা প্রথম ভারতীয় হিসেবে ২০২৯ সালে তিনি পাড়ি দেবেন মহাকাশের 'টাইটান্স অরবিটাল পোর্ট' স্পেস স্টেশনে।