দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তা (Rekha Gupta) সোমবার প্রকাশ্য সভায় তাঁর পূর্বসূরি অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিশানা করে বললেন, ‘‘আমার ভিডিও, ইন্টারভিউ, রিলস দেখা কমান।’’ রেখার এহেন কথার প্রেক্ষাপট হল, রবিবার কেজরি বিজেপি নেত্রীর (BJP) একটি ‘এডিটেড’ ভিডিও শেয়ার করেছিলেন।
রাজধানীতে (Delhi) বহুস্তরীয় বৈদ্যুতিক বাস ডিপোর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা গুপ্তা বলেন, ‘‘কেজরিওয়ালজি, দয়া করে আমার ভিডিও বা রিলস দেখা কমান। সারাদিন শুধু বসে বসে ম্যাডাম কী বললেন, কী বললেন না, সেই খোঁজ করছেন।’’