দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন আমরা দীর্ঘ সময়ের ভিডিও দেখতে অভ্যস্ত ছিলাম। ইনস্টাগ্রামের (instagram) মতো প্ল্যাটফর্মে রিল (reel) আগে থেকেই মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও ছিল, কিন্তু এখন অনেকেই তা আরও দ্রুত দেখতে চাইছেন। চলতি বছরের মার্চে ইনস্টাগ্রাম এমন একটি ফিচার চালু করেছে, যাতে রিল দ্বিগুণ গতিতে (2x speed) দেখা যায়—স্ক্রিনের এক প্রান্তে লং প্রেস করলেই।
মেটার বক্তব্য, এই ফিচার ব্যবহারকারীদের অনুরোধেই আনা হয়েছে, যাতে রিল দেখা আরও ‘নিয়ন্ত্রণযোগ্য’ হয়।
#REL