দ্য ওয়াল ব্যুরো: সীমান্তজুড়ে ফের উত্তেজনা! দিনহাটার সাহেবগঞ্জে (Dinhata border) বিএসএফের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি নাগরিক (3 Bangladeshis arrested )। অভিযোগ, ভারতীয় দুই সহযোগীর সাহায্যে বেআইনি পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ১৬৮ ব্যাটালিয়নের দলবাড়ি ক্যাম্পের জওয়ানরা টহল দেওয়ার সময় এই পাঁচজনকে আটক করে।
#REL