দ্য ওয়াল ব্যুরো: কোথাও নাগাড়ে কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বারিধারা থামার আপাতত কোনও লক্ষ্মণ নেই। তবে একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে এখনই ভ্যাপসা গরম দূর হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্তত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) তেমনই ইঙ্গিত দিচ্ছে।
আলিপুর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ ঘেঁষে, বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পূর্ব ভারতে প্রবল হারে জলীয় বাষ্প ঢুকছে। ফলে উত্তরবঙ্গজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
#REL