দ্য ওয়াল ব্যুরো: সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। বৃহস্পতিবার ও শুক্রবারও হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বেশ কিছু জায়গা কিন্তু রোদের দেখা মেলায় বেজায় খুশি বাঙালি। ভাদ্রের রোদে জামা কাপড় ওলট পালট করে নেওয়ার আশা মিটছে। শুধু অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু আলিপুর বলছে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে।
খুশির খবর, অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেটি ছত্তীসগড় পেরিয়ে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে আগামিদিনে।
#REL