দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষণে (HeavyRain) ফের প্লাবনের (FloodAlert) ছায়া দক্ষিণবঙ্গে (SouthBengal )। সোমবার থেকে একটানা বৃষ্টিতে কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা-সহ একাধিক নদীর জলস্তর বেড়েই চলেছে। কোথাও কোথাও নদী উপচে এলাকায় ঢুকেছে জলও। আচমকা এই দুর্যোগ পরিস্থিতির জেরে উদ্বিগ্ন প্রশাসনও।
সবচেয়ে বেশি আশঙ্কা দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া জেলার কিছু অংশ নিয়ে। ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়ায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে। জারি হয়েছে নতুন সতর্কতা।