দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল উত্তেজনার (Iran-Israel Conflict) মাঝেই এবার সরাসরি ময়দানে নামল আমেরিকা। রবিবার ভোররাতে মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের তিনটি প্রধান পারমাণবিক ঘাঁটিতে বড়সড় হামলা চালানো হয়। মাত্র কয়েক মিনিটের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় ফোর্দো (Fordow), নাতানজ (Natanz) এবং ইসফাহান (Isfahan) কেন্দ্রগুলি।