দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-ইজরায়েল (Iran Israel Conflict), দুই দেশই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাচ্ছে। আর কোনও রকম যুদ্ধটুদ্ধ হবে না। মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) মাঝরাতে যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি উড়িয়ে দিল ইরান। তেহরান জানাল, সংঘর্ষবিরতি সংক্রান্ত কোনও সমঝোতাই হয়নি। মোদ্দা কথা, ইজরায়েল যদি নতুন করে হামলা না করে, তাহলে ইরানও আর নতুন করে সংঘর্ষে জড়াবে না।