বিহঙ্গী বিশ্বাস
ভিতরে তো কতো জল, তবু অভিমান!
মাটির কলস কেন অভিমান করে?
অভিমান-- চার অক্ষরের ছোট্ট একটি শব্দ। যদিও তার তলের খোঁজ করাও কঠিন। আপাতত নেতিবাচক এই শব্দকে আঁকড়ে থাকে অনুচ্চারিত আবেগের অসমাপ্ত অধ্যায়। বড় দায়! বড় মায়া! আজ অর্থাৎ ১৪ নভেম্বর শিশুদিবস। কবি লিখেছিলেন, 'ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'। এর কাব্যিক অর্থ বড় কঠিন, বড় তাত্ত্বিক। আজ যে শিশু কাল পিতার ভূমিকায় অবতীর্ণ হলেই কেন বদলে যায় সম্পর্কের ছকবাঁধা সব সমীকরণ? কেন অদ্ভুত নীরবতা গ্রাস করতে থাকে শিশু ও পিতার স্বাভাবিক সম্পর্ককে?