দ্য ওয়াল ব্যুরো: ‘বেগনি রঙের আলো’—একটা সম্পর্কের গল্প, একটা অনুভবের গল্প, একটা ফিরে যাওয়ার গল্প। মা আর মেয়ের মধ্যে লুকিয়ে থাকা সেই না বলা কথাগুলোর গল্প, যেগুলো সময়ের সাথে সাথে জমে ওঠে বুকের ভেতর।
ছোটবেলার সব স্মৃতি আঁকড়ে ধরে বড় হয়ে ওঠা এক মা, আর তার একমাত্র ভরসা—তার ছোট্ট মেয়ে। কিন্তু প্রশ্ন একটাই—শেষমেশ মেয়েটা কি চিনতে পারবে তাঁর মায়ের সেই হারিয়ে যাওয়া শৈশবটাকে? পাশের লোকরা তো চেনেনি, চেনার চেষ্টাও করেনি। এখন শুধু সন্তানই তার শেষ আশ্রয়। এই টানাপড়েন, ভালোবাসা, বোঝাপড়ার মেলবন্ধন নিয়েই গড়ে উঠেছে এই সিনেমা—‘বেগনি রঙের আলো’।
#REL