দ্য ওয়াল ব্যুরো: শনিবার সামনে এসেছিল, টেস্ট (Test Cricket) থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন। বোর্ডের কাছে একথা জানিয়েও দিয়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: দাবিটা দলে থাকার নয়, মসনদে বসার। ফের একবার দলের নেতৃত্বলাভের। আর সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ হতেই ‘রুষ্ট’ বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে সরে আসার আর্জি রেখেছেন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে বিরাটের অবসর নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি জানানো হয়েছে।