দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েড ও বাইশগজের মধ্যে সখ্য বহুদিনের। মনসুর আলি খান-শর্মিলা ঠাকুর, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা- তালিকাটা লম্বা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। স্ত্রী অনুষ্কাকে নিয়ে ছুটেছেন বৃন্দাবন, শান্তির খোঁজে। তবে জানেন কি, বাইশ গজের গসিপ বলে বিরাটের আগে নাকি আর এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুষ্কা! যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।