দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ, মনখারাপও রয়েছে খানিকটা তার উপর উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থায়—আরও মন ভারাক্রান্ত গোটা বাংলার। কিন্তু এমন কঠিন সময়েও বিনোদনের জগৎ যেন হয়ে উঠেছে আশ্রয়স্থল, একটু হাসির, একটু ভালো লাগার জায়গা।
বৃহস্পতিবার প্রকাশিত হল টিআরপি রিপোর্ট, আর সেই রিপোর্টে ঘটল চরম চমক! সব হিসেব-নিকেশ উলটে দিয়ে বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
#REL