দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে এবার গুম-খুনের মামলায় জোর কদমে শুনানির (case hearing) তোড়জোড় শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার এই মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme court) প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না শেখ হাসিনার হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে লড়াই করবেন। রবিবার ট্রাইবুনালে হাজির হয়ে প্রবীণ এই আইনজীবী নিজেই আবেদন করেন তাঁকে শেখ হাসিনার হয়ে মামলা লারার অনুমতি দেওয়া হোক। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার সঙ্গে সঙ্গে আরজি মঞ্জুর করেন।